দৌড়ে কমতে পারে ব্রেস্ট ক্যানসারের সম্ভাবনা
ব্রেস্ট ক্যানসার রুখতে এতদিন বিশেষজ্ঞেরা বলতেন দিনে অনন্ত আড়াই ঘন্টা যে কোন ধরনের এক্সারসাইজের সঙ্গে যুক্ত থাকার কথা৷ কিন্তু নতুন এক গবেষণায় উঠে এলো রোজকার হাঁটার অভ্যাসের থেকে দৌড়লে ব্রেস্ট ক্যানসারের ঝুঁকি অনেক বেশি এড়ানো সম্ভব৷ যুক্তরাষ্ট্রের লরেন্স বার্কেলে ন্যাশনাল ল্যাবরেটরির এনার্জি বিভাগের গবেষকেরাই এমন তথ্য প্রকাশ করেছেন৷ বার্কেলে ল্যাবের জীবন বিজ্ঞান বিভাগের গবেষক পল উইলিয়াম ৯৮৬ জন স্তন ক্যানসারে আক্রান্তদের নিয়ে একটি গবেষণা করেন৷ এদের মধ্যে ৭১৪ জন নিয়মিত হাঁটেন এবং...
Posted Under : Health News
Viewed#: 30
আরও দেখুন.

